অনলাইন অগ্রহায়ণ সংখ্যা ১৪৩২
সম্পাদকের কথা
শীতকাল কবে আসবে বলে আক্ষেপ করি না। বরং চাই শীতকাল না আসুক। আসলে শীত মানেই তো জরা, ব্যাধি, মৃত্যু। তার চাইতে বরং গাই জীবনের গান। আর বারবার ভাবি If winter comes can spring be far behind! অবশ্য আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে শীতকালের কদর আলাদা। কিন্তু তাতেও আজকাল ভাটা। সৌজন্যে বিশ্ব উষ্ণায়ন। কে কবে ভেবেছিল মুজনাইয়ের বয়ে যাওয়ার এই উত্তর দেশেও এভাবে একটু শীতের জন্য মাথা কুটতে হবে! গত শীতে সেভাবে ঠাণ্ডা পড়েছিল সাকুল্যে এক-দেড় সপ্তাহ। এবারে এই মাঝ-অগ্রহায়ণেও শীতের তেমন দেখা নেই। অথচ একটা সময় হু হু ঠাণ্ডায় জমে যেতে যেতে কুয়াশায় হেঁটে বেড়ানো ছিল আমাদের শীতের সেরা সময়। সবই হারিয়ে গেছে বা যাচ্ছে পরিবর্তনের ঠেলায়। আমাদের রাজনৈতিক, সামাজিক জীবনেও একই দশা। এমন সব বদলে যাওয়া, যা মেনে নিতে কষ্ট হয়। ঠিক যেভাবে মানতে পারি না প্রকৃতির এই ভোলবদল। তবু ভাবি `দুখানি চ সুখানি চ চক্রবৎ পরিবর্তন্তে`-এর সেই ঋষিবাক্য ভুল হওয়ার নয় কখনই.....
অনলাইন অগ্রহায়ণ সংখ্যা ১৪৩২
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
এই সংখ্যায় আছেন যাঁরা
চিত্রা পাল, গৌতমেন্দু নন্দী, কবিতা বণিক,
শুভেন্দু নন্দী, অনিতা নাগ, মৌসুমী চৌধুরী,
রণিতা দত্ত, দেবযানী ভট্টাচার্য, উদয় সাহা,
জয়িতা সরকার, মনোমিতা চক্রবর্তী, বটু কৃষ্ণ হালদার,
অভিজিৎ সেন, ভাশ্বতী রায়, শাশ্বত বোস
আকাশলীনা ঢোল, প্রতিভা পাল, মহঃ সানোয়ার
পার্থ সারথী নন্দী, চিরঞ্জিত মন্ডল
অনলাইন অগ্রহায়ণ সংখ্যা ১৪৩২
No comments:
Post a Comment