শীত গাঁথা
দেবযানী ভট্টাচার্য
"শীতের হাওয়ার লাগলো নাচন
আমলকীর এই ডালে ডালে ---"
শরতের উচ্ছ্বাস বিলীন হতে হতেই প্রকৃতি যেন রুক্ষতার ইঙ্গিত দিতে শুরু করে !শীতের ভূমিকাটুকু রচনা করে দিয়ে প্রকৃতির অন্তর থেকে কুয়াশা মাখা রহস্যময় হেমন্ত বিদায় নেয় ধীরে,আগমন ঘটে পঞ্চম ঋতুর।উৎসবের উল্লাস শেষে শান্ত, সমাহিত হয় হৃদয় , উত্তুরে হাওয়ার পরশ লাগে প্রকৃতিতে , অরণ্যে, যেন জানান দিয়ে যায় বিদায় লগ্নের, জীবন চক্রের পরিণত পর্বের আগমনের। শীত তার কুহেলিকা জাল বিস্তার করে বঙ্গ প্রকৃতির আনাচে কানাচে ।
" শীতকাল কবে আসবে সুপর্ণা --- ?"
কবি মনের এ আকুলতা যেন সমস্ত কোলাহল থেকে মুক্তির আকুলতা ! পরিণত মনের এক শান্ত সৌন্দর্য্যের দিকে ধাবিত হওয়ার আকুলতা ! কবির হৃদয় নির্গত হয়ে ঝরে পড়ে গ্রীষ্ম প্রধান বঙ্গের মানুষ খুঁজে চলে যে নির্জনতার, একাকিত্বের, শান্ত আবহে অতীত কে ফিরে দেখার আর্তি ,সেই আর্তি ।এ যেন আত্ম অনুসন্ধানের কালে পৌঁছনোর আকুলতা । পূর্ণতার কালে পৌঁছে নিজেকে কালের হাতে সঁপে দেবার আকাঙ্ক্ষা !
"এই যে শীতের আলো শিহরিছে বনে
শিরিষের পাতাগুলি ঝরিছে পবনে ---
তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ
এই ছায়া আলোকের আকুল কম্পনে,
এই শীত মধ্যাহ্নের মর্মরিত বনে।"
শীত যেন ফিরিয়ে দেয় এক ক্ষীয়মান ভালোবাসার, স্মৃতিকাতরতার ছবি ! শীতের মধ্যাহ্নের ক্ষণস্থায়ী মিঠে রোদ, খানিক আঁধার প্রকৃতি জুড়ে নির্মাণ করে এক আলোছায়ার চিত্র,ঝরা পাতার নিঃশেষ যাত্রা, ম্লান হয়ে আসা আলো যেন অধরা প্রেমের এক অস্পষ্টতা নিয়ে হাজির হয় অনুভূতির রাজ্যে।
"শ্রান্ত হয়েছে দিন,
আলো হয়ে এল ক্ষীণ ---"
দ্বীপ্রহরিক শীতের আলোছায়া হঠাৎ করেই নিঃশেষ হয়ে যায় ! ঝুপ করে নেমে আসে অন্ধকার , কোলাহল মুছে যায় --- যেন এক বেদনা বিদ্ধ শূন্যতা !নমনীয় ক্লান্তি ভর করে হৃদয়ে। প্রকৃতির সাথে এ বিচ্ছেদ যেন হৃদয়কে আকুল করে তোলে,খুঁজে পেতে চায় চরম নিশ্চিন্ত এক আশ্রয়, নিবিড় ওমের পরশ , উষ্ণতা । প্রেম ব্যতীত কে দিতে পারে এই অন্তরের উষ্ণতা ?
"শীতের রাতে তোমার সাথে কি খেলা হবে শুরু ---"
হেমন্তের যে রহস্যময়তা ,উদাসীনতা ও বিষণ্নতা আমাদের দুঃখ বিলাসী করে তোলে, শীত যেন তাকে অতিক্রম করে নিবিড় করে পেতে চায় তার প্রেমকে, এ যেন সমে পৌঁছে ক্ষয়ে যাওয়া প্রেমের জন্য আবার টান জাগা হৃদয়তন্ত্রীতে। কবি হৃদয়ে যেন আবার ফিরে আসে পূর্বরাগের অনুভূতি! রঙিন ফুলের সমাহার যেন হঠাৎ মনের মাঝে বসন্তের ছোঁয়া এনে দেয় ! এ যেন ফুরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো বেঁচে ওঠার আকুতি । যাবার মুখে ফিরে আসার গান গায় হৃদয়।
" এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে।"
তবুও এই পঞ্চম ঋতুর শুন্য প্রান্তর, বাদামি ঝরা পাতা,ঘন কুয়াশা, নিবিড় আঁধার, মধ্য রাতের শৈত্যতা ,শূন্যতা,রিক্ততা , বিষণ্নতা , গতিহীন স্তব্ধতা যেন পার্থিব সমস্ত কিছু থেকে হৃদয়কে নিয়ে যায় এক সুদূর প্রদেশে ---,দাঁড় করিয়ে দেয় ভ্রমহীন এক চরম সত্যের মুখোমুখি ! নিবিড় অনুভূতিতে আসে জোয়ার, আহ্ এ জীবন ! বেলা যে ফুরিয়ে যায় ---
No comments:
Post a Comment