শীত হোক সকলের
মনোমিতা চক্রবর্তী
শীত আসে স্বমহিমায়। শীত আসে রৌদ্রের মৃদু তাপে, শিউলি ঝরা আঙিনায়, শিশির ভেজা ঘাসে, খেজুর রসের হাঁড়িতে, নলেন গুড়ের গন্ধে, পিঠে পুলির উৎসবে, গরম কাপড়ের উষ্ণতায়, আড্ডায়, গ্রাম বাংলার যাত্রাপালার বিনিদ্র রাতে, সরষে ফুলের হলুদ ক্ষেতে আর মৌমাছির গুঞ্জনে।
হেমন্তের সোনালি ডানায় ভর করেই আসে রূপের রাণী শীত। শীত মানেই - কুয়াশার চাদরে ঢাকা চারপাশ , হিমেল বাতাসে কাঁপতে থাকা শীতার্ত মানুষজন, তেল মেখে গরম জলে স্নান, পল্লী গ্রামে সন্ধ্যায় আগুন জ্বালিয়ে উষ্ণতা উপভোগ , দুপুরের কাঁচা রোদে বসে পছন্দের গল্পের বই সঙ্গে কুলের আচার।
শীত মানেই মনে একটা ছুটির মেজাজ। শীত মানেই পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো , সকলে মিলে পিকনিকে মেতে ওঠা।শীত মানেই ভ্রমণ, মেলা ও বিভিন্ন রকম আনন্দোৎসব।
পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল হলেও অগ্রহায়ণ মাস থেকেই মূলত শীতকালের সূচনা। শীতের আগমনে গাছপালা, নদী নালা সবেতেই একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। শীতে প্রকৃতির রূপ রুক্ষ ও শান্ত হয়ে যায় । বেশ কিছু গাছের পাতা ঝরে পড়ে এবং চারিপাশে সবুজের পরিমাণ অনেকটা কমে যায়। এই সময় দিন ছোট রাত বড় হয়ে যায়। সূর্য অনেক দেরিতে ওঠে। শীতে সূর্যের আলোতে তেমন তেজও থাকে না।
সারা রাত ধরে গাছের পাতায় শিশির জমে। সেই শিশির, ভোর রাতে ঘরের চালে বৃষ্টির মত টিপটিপ করে পড়তে থাকে। এই সময় ধান ক্ষেতে, শাক সবজির ক্ষেতে যে শিশির বিন্দু জমে থাকে তার ওপর সকালের সূর্যের নরম সোনালি আলো পড়তেই কেমন মুক্তোর মত ঝলমল করে ওঠে ।
শীত মানেই বাহারি গরম পোশাকের সমাহার। শীত মানেই মা ,মাসি, পিসিদের নিজ হাতে তৈরি করা নানা রঙের উলের সোয়েটার, মাফলার। শীত মানেই ধোঁয়া ওঠা এক কাপ চা। শীত মানেই টুপি, মোজা, মাফলার ,সোয়েটার , কোট, জ্যাকেটে শীত উপভোগ করা।
সচ্ছল মানুষের জীবনে শীত আশীর্বাদ হলেও দরিদ্র মানুষের জন্য শীতকাল বড় কষ্টের । যাঁরা খোলা আকাশের নিচে কিংবা ফুটপাতে বসবাস করেন তাদের কষ্টের সীমা থাকে না এসময়। ছেঁড়া কাঁথা, ছেঁড়া কম্বল গায়ে দিয়ে তাঁরা শীত নিবারণ করার চেষ্টা করেন। দিনের সূর্যের কিরণ আর রাতে খড়কুটো জ্বালিয়ে আগুনের উষ্ণতাই একমাত্র বাঁচার উপায় তাঁদের। মানুষ ছাড়াও গৃহপালিত পশু পাখি এবং বনের পশু পাখিরাও তীব্র শীতে ভীষণ কষ্ট পায়।
সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষেরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং যথাসম্ভব ভাবে তাদের গরম পোশাক দিয়ে পাশে থাকার চেষ্টা করেন তবেই শীত সকলের জন্যই আরামের ও অনন্য আনন্দের ঋতুতে পরিণত হবে। আর তখনই শীতের সৌন্দর্য আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলবে।
No comments:
Post a Comment