Monday, December 22, 2025


 

শীতের দিনে 
পার্থ বন্দ্যোপাধ্যায় 

শীত পোশাকে শীতের বুড়ী বেড়গুমেরই গ্রামে
উত্তর মাঠ মাঠান-জুড়ে আলতো পায়ে নামে।
মাফলার আর শাল-চাদরে মানায়  না তো শীত
ময়রা মেশায় ময়দা, ছানায় বদলায় না ঋত।
শ্যামনগরের খুড়ো ব্যাচে, জয়নগরের মোয়া
দুধ-চায়েরই কাপ গুলোতে উঠছে মিঠে ধোঁয়া। 
বড়োলোকের কুকুরগুলো লেপের জামা গায়
লালি কালি কুঁকড়ে মরে, শীত কামড়ে হায়।
চালকুমড়ো কলাই ডালের বাটনা বাটে পিসি
ভাজতে পিঠে পাটিশাপটা উপুড় তেলের শিশি।
করিম মিঁয়া পাগড়ি বেঁধে নামায় রসের হাঁড়ি
পালং শাকে ডালের বড়ি খাচ্ছি কাঁড়ি কাঁড়ি।
নলেন গুড়ের পায়েস সাথে আঁদোশা মালপোয়া 
পাটিশাপটা পেটটি মোটা পেটের ভিতর খোয়া।
কড়কড়া ভাত ট্যাংরা কষা বাপের ভীষণ শীত
সলিল -কিশোর- হেমন্তেরই গাইছি কসে গীত।
ফাটা  ঠোঁটে  বরোলিনের আতর দিয়ে ঘষে
অর্পিতা আজ শেষ বয়সে মুচকি মুচকি হাসে।
প্রেমের গানে মন ভিজে তার হৃদয় জমে ক্ষীর
টুপি পরে টাক ঢেকে নিই,  দেখায় যেন বীর।
মেছো খুড়ো মাছ নিয়ে তার লাল জামাটি গায়
বুল ষাঁড় তার লেজটি তুলে সেই দিকেতেই ধায়।
নখ ভিজেছে রাত কুয়াশায় আলপথ যায় ঘেমে 
শীত পোশাকে শীত- বুড়ি ভাই এসেছে এই গ্রামে।

ছবি- শৌভিক রায় 

No comments:

Post a Comment