Thursday, April 3, 2025


 

দীর্ঘশ্বাস

মহঃ সানোয়ার 


অভিমান ভারি হলে ছায়াকে মাড়িয়ে যাবে,
মাটিকে আঁকড়ে থাকা ফ্যাকাসে রোদ্দুর তা জানে।

বুকের ভিতর পুড়ে যাওয়া ইতিহাসও জানে,
অতীত নিয়ে ডুবে থেকে লাভ নেই কোন ।

শুধু শরীর ছাপিয়ে ওঠা দীর্ঘশ্বাস জানেনা
মাঝ রাতে ভেঙ্গে যাওয়া স্বপ্নের শেষটা কেমন হতো!

হয়তো অগুনতি মানুষের ভিড়ে
হঠাৎই একদিন দেখা হবে কোন ব্যস্ত স্টেশনে 
কালো হয়ে নেমে আসা সন্ধ্যার আগে।

কিছু না বলেও অনেক কিছু বলে যাবে
স্তব্ধ বাতাস,
স্থির ল্যামপোষ্ট,
চলতি ট্রেন আর
চোখের উপরে উড়ে আসা চুলগুলো।

No comments:

Post a Comment