ও সীমান্ত
বর্ণজিৎ বর্মণ
ভবিষ্যতের কোন সীমানা নেই
ভাবনার কোন শেষ নেই
তোমার আশ্চর্য অঙ্কনের হাত
তুমি উড়ন্ত পাখির পালকে আঁকতে চাইছো মানুষ
জান- তোমার এরকম পাগলামো দেখে
আমার খুব রাগ হয়
আমার খুব আনন্দ হয়
কেননা মানুষ যদি আকাশ ছোঁয়ার ভাবনা না ভাবে
তাহলে মানুষ কিভাবে পাখি হবে
তোমার ইচ্ছার গতিতে
আমি স্বপ্নের বীজ বুনি
ভাঙ্গা ব্রিজের টুকরোগুলো রেখে দেই যত্নে
যতই অন্ধকার হোক
শব্দের তো একটা আলো আছে।
সে আলোতে আমরা মানুষ হবো
আমরা পাখি হব আগামী ভবিষ্যতে
No comments:
Post a Comment