Thursday, April 3, 2025


 

তিনটি কবিতা 

পাপড়ি দাস সরকার


সময় চিত্র


পুরোনো দলিল ঘেঁটে সে বলল কবেই তো বলা হয়ে গেছে

আমরা যা বলেছি এতকাল সেকি শুধু নদীতে ডাঙ্গা ফেলে দেওয়ার জন্য
আর রাস্তা উড়ে যাবে শহর আকাশে
নাকি সাদা কাগজে অজশ্র লিখে পায়রা নির্মাণ হবে শুধু

ইহা সম্ভব




বীজমন্ত্র

ক্রমশ অযোগ্য হয়ে উঠি।
আবছায়া মোড়ে ধীরে ধীরে নিভে যায়
        প্রেম ও প্লাবন
আর কালো কালো খরষ্টি অক্ষর দিয়ে
         ধরে রাখি ব্যার্থতা আমার


বৃষ্টি নেমে এলে
আমার অক্ষর গুলি কখনো বীজ হবে
আর বিদর্ভের শান্ত নীল মর্মরিত ভোরে
         মৃত্তিকার গর্ভ ছিঁড়ে
অঙ্কুরের কান্না শোনা যাবে...।




অন্তরাল

সিসিফাসের মত
বারবার পাথরটাকে গড়িয়ে তুলছি পাহাড়ের ওপর,
আর বারবার তা গড়িয়ে পড়ছে নীচে।
লোনা ঘাম লেগে
আমার চোখ দুটো জ্বলছে,
ক্লান্ত ঘোড়ার আহত নিঃশ্বাসে
জ্বলে যাচ্ছে অধরোষ্ঠ,
পুড়ে যাচ্ছে আমার জিহবা -আমার সমস্ত আর্ত জিজ্ঞাসা
আমার ঘাড়ের রোয়া বেয়ে
চুইয়ে নামছে শ্বেদবিন্দু;
পাহাড়ের চড়াই রাস্তায় সর্পিল পাকদন্ডি বেয়ে
ফের ঠেলে তুলছি পাথরের গোলা,


এবার ঠিক পৌঁছে যাবো প্রার্থিত চূড়োয়।

No comments:

Post a Comment