Thursday, April 3, 2025


 

ব্যারিকেড
নাহিদ সরদার

এক কলম পেরুলেই মান্নানের দোকান ছিল ;
সেখানে কাফিনে মোড়ানো ফুল পাওয়া যায়।
মৃতের শরীরে রাখা ফুলগুলো 
আহত হয় দেয়ালে লেগে,
যে-পথে লাশ নিয়ে বাড়ি ফেরে স্বজনেরা
সেই পথে পুলিশের ব্যারিকেড।

অথচ এই পথে আমার প্রিয়সীর হাত ধরে হাঁটব বলে কত রক্ত দিয়েছিলাম।

No comments:

Post a Comment