Thursday, April 3, 2025


 

যুদ্ধ তো থেমে গেছে বহুদিন
তু হি ন  কু মা র  চ ন্দ 

যারা রক্ত ছিটিয়ে গেছে এতদিন,তারা আজ মৃত্যু ভয়ে ঘরে বন্দী হয়ে আছে।
চারপাশে ছিটানো তাস,রক্তমাখা ক্ষুধার্ত ছোরার পাশে পড়ে আছে পচা গলা লাশ।
লেখা নেই লাশটার গায়ে সেটা হিন্দু না মুসলমানের।

কুকুরের হাঁটা চলায় রক্ত সোঁকা সর্বভুক মাছির মিছিল, 
দেশ ছাড়ার সময় অতনু পাকরাশি বলেছিল সব দেশ সমান,গোবরের এপিঠ আর ওপিঠ। 

বাতাসের শনশন শব্দ বদলে গেছে,
এখন সে শব্দ গোপন আলাপের আয়োজনে লাগে।
মিতাদের পুকুর পাড়ের লটকার গাছটায় বসন্তবৌরি ডেকে যেত সারাদিন ধরে। 
এখনো কি ডাকে সেই পাখি মিতাদের গাছে?
এখনো কি পুকুরের একপাশে বসে কাঁদে কাদেরের মা!

যুদ্ধ তো থেমে গেছে বহুদিন আগে,
এখনো কি ফতেমার সাথে -
ভাব আছে গোপাল গায়েনের? 
বুড়িগঙ্গায় বয়ে যায় লজ্জার ইতিহাস,
যারা রক্ত ছিটিয়ে গেছে সারাদিন,
তারা আজ মৃত্যু ভয়ে ঘরে বন্দী হয়ে আছে।
তারা আজ মৃত্যু ভয়ে ঘরে বন্দী হয়ে আছে।

No comments:

Post a Comment