আমার বাড়ির পেছনের এক প্রিয় কোণে
দীপাঞ্জন দত্ত
আমার বাড়ির পেছনের এক প্রিয় কোণ-
সেখানে ঈশ্বর বসে থাকে, পাশে ভাঙ্গা চাঁদ।
আমি চুপটি করে দেখি।
অনুযোগে তাঁকে বলি-
কি দিয়েছো আমায়, যে দাম্ভিক হবো?
মাটি আঁকড়ে থেকে যা পেয়েছি
আকন্ঠ ভরে নিয়েছি। আমি তৃষ্ণার্ত।
কিঞ্চিত মনস্তাপের গভীরতা মাপি।
আলুথালু কাপড়ে আমি একা থাকি।
আমার বাড়ির পেছনের এক প্রিয় কোণে-
আমার ঈশ্বর বসে থাকে।
- এবং আমায় দেখে।
No comments:
Post a Comment