চ্যালেঞ্জিং নারী
বেলা দে
বয়স যে একটা সংখ্যা মাত্র
তুমিই প্রমাণ করলে
আবার নারী,
আকাশ জমিন এক করে
বুঝিয়ে দিলে --
চেষ্টা আর ইচ্ছেশক্তির জোর থাকলে
দুর্মর পরিকল্পনাও সফল হয়,
নীরব নির্জন বিপদজনক হাওয়ায়
ধ্বজা উড়িয়ে বিজ্ঞানের জয়।
অসমসাহসী বীরাঙ্গনার অভিযান,
স্বপ্নপূরণের অঙ্গীকার,
যুগ যুগান্তর ধরে রাখবে
অম্লান ইতিহাস,
প্রজ্ঞাসমৃদ্ধ হবে চরাচর।
No comments:
Post a Comment