দৃশ্য বদল
প্রতিভা পাল
মেঘলা বিকেল-ব্যালকনি, বৃষ্টির কথকতা
আনত চাহনির ছিঁটেফোঁটা রোদ
গোধূলি ছোঁয় হঠাৎ যেন !
চৈতী হাওয়ায় চিরুনি তল্লাশি, প্রশ্ন সাজে
নিখোঁজ মনের খোঁজে,
বিষণ্ণ-সন্ধ্যা নামে রাতের সুরে
স্লেট রঙা আকাশের গায়ে।
সবুজ তখনও আবছা রঙিন, মেঘের কাজল চোখ
খামখেয়ালি ডানার ভিড়, ফেরার পিছুটানে
বজ্রকঠিন শব্দ ঘিরে নির্নিমেষ রাতের অবয়ব।
আঁধারের ঘোমটা ঢেকে সময় বৃদ্ধ হলে
চিলেকোঠায় জমে ঋতু ঋণ,
ঠিক যেমন এক-একটি তারিখের শেষে
যাপন আগলে রাখে স্মৃতির যাবতীয় !
আর্দ্রতা সমস্ত শুষে সকাল সূর্য-প্রখর আবার,
শূন্য ক্যানভাসে নতুন দিনের কানাঘুষো।
বৈশাখী-সুর শোনা যায় অদূরে কোথাও !
আদুরে বিকেল রঙে ক্লান্তি ওড়ায় ব্যস্ত শহর !
আমি ভালবাসা মাপি প্রতিটি দৃশ্য বদলে,
আমি মিলেমিশে যাই প্রকৃতির অন্তরালে…..
No comments:
Post a Comment