নইলে বাঁচবে না
শ্যামল বিশ্বাস লামশ্যা
সম্পর্কটি ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একবার এসো
সব ভুলে ভুলগুলো নিয়ে কথা বলে ভুল শুধরাতে চাই
ভয় হয় চোখের জলে ঝাপসা হয়ে না যায় স্বপ্নগুলো
নিষ্পাপ সরল শিশুর মত অবুঝ হৃদয়টাকে কে বুঝাবে
তোমাকে পাওয়ার আশায় দিন রাত যার একই বায়না
কেউ জানেনা সময় ঋতু আবহাওয়া কখন বদলে যাবে।
No comments:
Post a Comment