Thursday, April 3, 2025


 

নইলে বাঁচবে না
শ্যামল বিশ্বাস লামশ্যা


 
সম্পর্কটি ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একবার এসো
সব ভুলে ভুলগুলো নিয়ে কথা বলে ভুল শুধরাতে চাই
ভয় হয় চোখের জলে ঝাপসা হয়ে না যায় স্বপ্নগুলো
নিষ্পাপ সরল শিশুর মত অবুঝ হৃদয়টাকে কে বুঝাবে
তোমাকে পাওয়ার আশায় দিন রাত যার একই বায়না
কেউ জানেনা সময় ঋতু আবহাওয়া কখন বদলে যাবে

No comments:

Post a Comment