জীবনের সৌন্দর্য
পাঞ্চালী দে চক্রবর্তী
বিগত বছরের মনঃকষ্টগুলোকে
আবর্জনার পাত্রে ভরে নদীতে ফেলে দিয়ে আসলাম।
ভাবলাম — “বাঁচা গেল”!
বাঁচা কি সত্যিই গেল?
ভাবনাটাই কি শুধু সার নয়?
আসলে দুঃখ,যন্ত্রণা ,মনঃকষ্টরা রক্তবীজের মতো।
কিছুতেই জীবন থেকে বিদায় হতে চায় না।
কোনো না কোনো ভাবে ওদের সাথে ঠিক দেখা হয়ে যায়।
আসলে ওরা আছে বলেই জীবনে লড়াই আছে ।
আর জীবনে লড়াই আছে বলেই
জীবন এতো সুন্দর ।
No comments:
Post a Comment