Thursday, April 3, 2025


 

আটপৌরে বসন্ত
শ্রাবণী সেনগুপ্ত 

বসন্তকে দেখতে সবাই
ছুটছিল ছুট‌্ পায়ে
হঠাৎ করে কুর্চি এসে
হাত ছোঁয়ালো গায়ে
ঘেঁটু ফুলও পাশটি নিল 
ছুট্ দুটি পা থমকে গেল।
ফাগুন যখন আশেপাশে
শ্রান্ত কেন সুদূর আশে !
আটপৌরে রঙের সুবাস
শরীর মনে বসন্ত বাস,
উঠুক নেচে পূর্ণিমা রাস 
ছোট্ট খুশি পাওয়ার বিলাস।

No comments:

Post a Comment