আটপৌরে বসন্ত
শ্রাবণী সেনগুপ্ত
বসন্তকে দেখতে সবাই
ছুটছিল ছুট্ পায়ে
হঠাৎ করে কুর্চি এসে
হাত ছোঁয়ালো গায়ে
ঘেঁটু ফুলও পাশটি নিল
ছুট্ দুটি পা থমকে গেল।
ফাগুন যখন আশেপাশে
শ্রান্ত কেন সুদূর আশে !
আটপৌরে রঙের সুবাস
শরীর মনে বসন্ত বাস,
উঠুক নেচে পূর্ণিমা রাস
ছোট্ট খুশি পাওয়ার বিলাস।
No comments:
Post a Comment