Thursday, April 3, 2025


 

অন্তর্কথন

উৎপলেন্দু পাল 


আমার বেঁকে যাওয়া মেরুদন্ডের শাখায় 
নাম গোত্রহীণ পরিযায়ী পাখিদের ভিড় 
ফলবতী গাছটার নুয়ে পড়া ডালগুলোয় 
এখন পাতা ঝরার বার্ষিক উৎসব চলছে 
মনের প্রান্তরের ঘাসগুলো শুকিয়ে গিয়ে 
রোজ মরুভূমির সাথে মিশে যাবার পণ 
তবুও কখনো কখনো আকাশপারে দেখি 
হাসি মাখা এক চিলতে সোনালী রোদ্দুর 
আবারও নতুন করে বসন্ত দেখবো বলে 
হেলে পড়া দেয়াল আঁকড়ে দাঁড়িয়ে আছি । 

No comments:

Post a Comment