অন্তর্কথন
উৎপলেন্দু পাল
আমার বেঁকে যাওয়া মেরুদন্ডের শাখায়
নাম গোত্রহীণ পরিযায়ী পাখিদের ভিড়
ফলবতী গাছটার নুয়ে পড়া ডালগুলোয়
এখন পাতা ঝরার বার্ষিক উৎসব চলছে
মনের প্রান্তরের ঘাসগুলো শুকিয়ে গিয়ে
রোজ মরুভূমির সাথে মিশে যাবার পণ
তবুও কখনো কখনো আকাশপারে দেখি
হাসি মাখা এক চিলতে সোনালী রোদ্দুর
আবারও নতুন করে বসন্ত দেখবো বলে
হেলে পড়া দেয়াল আঁকড়ে দাঁড়িয়ে আছি ।
No comments:
Post a Comment