মনের পাসপোর্ট
মোঃ আব্দুল রহমান
অনুভূতির রঙ অচেনাই রয়েছে
স্পর্শের ঘ্রাণ এখনো তালাবন্দী
বিরহ আর আবেগে চির ভাটা পড়েছে
ভিসা নিয়েছিলাম আজীবন একসাথে রব
ভালোবাসায় গাঁথা হবে ফুলশয্যা
স্বপ্নেরা সাজাবে রঙিন গোলাপ
ইচ্ছেরা ডানা মেলবে যৌবনের সাগরে
সবটাই বৃথা --- মনের পাসপোর্ট মেলেনি
যদি একবার খোলা যেত হৃদয়
পাসওয়ার্ড দুটি মনের যদি একই হত
এ ফাগুনে আগুন জ্বলত না বুকে ---
দেহেও দাবানল নয় --- এ যেন নিষিদ্ধ পাসপোর্ট!
No comments:
Post a Comment