Thursday, April 3, 2025


 

মনের পাসপোর্ট

মোঃ আব্দুল রহমান 

অনুভূতির রঙ অচেনাই রয়েছে
স্পর্শের ঘ্রাণ এখনো তালাবন্দী
বিরহ আর আবেগে চির ভাটা পড়েছে
ভিসা নিয়েছিলাম আজীবন একসাথে রব
ভালোবাসায় গাঁথা হবে ফুলশয্যা
স্বপ্নেরা সাজাবে রঙিন গোলাপ
ইচ্ছেরা ডানা মেলবে যৌবনের সাগরে
সবটাই বৃথা --- মনের পাসপোর্ট মেলেনি
যদি একবার খোলা যেত হৃদয়
পাসওয়ার্ড দুটি মনের যদি একই হত
এ ফাগুনে আগুন জ্বলত না বুকে ---
দেহেও দাবানল নয় --- এ যেন নিষিদ্ধ পাসপোর্ট!



No comments:

Post a Comment