ঈদের আহবান
নবী হোসেন নবীন
ঈদের এ নতুন চাঁদের আলো ঝলমল করে
পৌঁছে যাক সবার ঘরে ঘরে অন্তরে অন্তরে।
কোনো ঘর যেন ডুবে না যায় ক্ষুধার অন্ধকারে
কী হবে আমারে দাওয়াত করে?
কেউ যদি থেকে যায় অনাহারে।
তার চেয়ে সেই ভালো
যার ঘর হতে বাতাসে ভেসে আসেনি
পোলাও এর ঘ্রাণ
তারেই করো আহবান
তোমার রকমারি খাবারে।
তোমার মাংস পোলাও এর ঘ্রাণ
কারো চোখে যেন না বহায় বেদনার বান
এই হউক এবারের ঈদের আহবান।
No comments:
Post a Comment