Thursday, April 3, 2025


 

ন্যা 

প্রানতোশ রায় 

কালো কালো মেঘ আর ঘন ঘন বৃষ্টি 
মন করে দুরু দুরু ভয় হয় সৃষ্টি 
ওহে আমার রৌদ ভাই তোমার তো দেখা নাই 
মনে আমার লেগেছে ভয় তাই তো তোমায় চাই 
চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি 
মনে হয় এইবার বন্যা হবে সৃষ্টি 
চারিদিকে শুধু জল আর জল
তাই দেখে মাছেরা হয়ে ওঠে চঞ্চল 
এত জল এত জল করে থই থই
জলজ প্রাণীরা মনের আনন্দে করে হই হই
জলের স্রোতে ভাঙ্গে রে নদীর কুল 
মনটা আমার বন্যার ভয়ে হয়ে ওঠে ব্যাকুল 
হায়রে বন্যা ভাঙ্গিলি রে তুই 
মোর কষ্টের ঘর বাড়ি 
ভাসালি রে তুই মোর সাধের গড়া তরী 
কারিয়া নিলিরে তুই 
কত মানুষ,পশু, পাখির প্রান 
এবার তো ধর তোর জলের টান
কত মায়ের খালি করলি রে বুক
তাদের কাঁদিয়ে মনে কি পাস খুব সুখ ?

No comments:

Post a Comment