ক্ষত
অভিজিৎ সেন
দৃশ্যে দৃশ্যান্তরে, মৃত শাবকের মতো বেঁচে থাকে ক্ষত
ডানার ঝাঁপটায় সময়ের মৃত্যু নেমে এলে
পশুদের পায়ে ভর দিয়ে মানুষেরা যায় হেঁটে
নীরব শব্দেরা গড়িয়ে চলেছে সময়ের টানে
মাটির মায়ায় মিশে যেতে হয় মাটিতেই
পরিযায়ী উদ্বাস্তু আবারও ফিরে যায়, যাযাবর জীবনে....
তবু একটি পাখি উড়ে এলো
সাঁঝ নিকষ আঁধার চিড়ে
ঠোঁটে এক টুকরো সোনালী খড়কুটো....
সময় গড়িয়ে যাবে...
ক্ষতও মিলিয়ে যাবে...
শুধু দাগ, স্মৃতির আবর্তে যাবে ঘুরে...
No comments:
Post a Comment