Thursday, April 3, 2025


 

সুখের খোঁজে

অর্পিতা মুখার্জী 


হারিয়ে যাওয়া সরল অতীতের দিন
আর খুঁজে পাওয়া যায় না,
অনভ‍্যস্ত জটিলতায় ভরা
নির্মম বাস্তবের আয়না।
চলার পথটাও একটা গন্ত‍ব‍্য খোঁজে
আলো নিভে আসা শেষবেলায়,
আশ্রয় পাওয়ার সুখে পথ এটুকুও ভোলে-
গন্তব‍‍্যে পৌঁছালে তার নিজের অস্তিত্ব ফুরায়।
দুঃখ গুলো গিলতে পারলে
সুখের নাকি হদিশ মেলে,
কবিতারা বোধহয় জন্মায় তাই
চোখের জলের সুখমহলে।
আজীবন সুখ খুঁজতে গিয়ে 
দুঃখরা কখন হয়ে ওঠে আপন,
শুধু এগিয়ে চলার বাস্তব যুগে...
প্রিয় স্মৃতির সাথেই সুখের উদযাপন।

No comments:

Post a Comment