আহত কোকিল
তপন মাইতি
কন্ঠস্বরে জাদু আছে লাজুক রাঙা নত
ভরদুপুরে চৈতী গাছে কোকিলা আহত।
কাকের বাসায় গেল উড়ে নেবে একটু সুযোগ
কাক ঝাড়ুদার বাসায় ঘুরে নামল ভীষণ দুর্যোগ।
মনে মনে দুষ্ট অতি ধরা পড়লে নত
ডিমটা পেড়ে করবে ক্ষতি অলস ঢাকার ক্ষত।
বুকের ভেতর হিম্মত ছিল শিমুল পলাশ পথে
এই বসন্তে কেড়ে নিল নিজের বাচ্চা হতে।
নাটক করে পরিপাটি ধরতে পারে কা কা
কাক প্রেমিকার হল মাটি বাসা এখন খাঁ খাঁ!
কাকতাড়ুয়া প্রেমিক মনে চৈতী মুগের ফুলে
ভালবাসা পুড়ছে বনে নিজের একটু ভুলে।
জ্যোৎস্না রাতে মায়ার চোখে হাতফস্কে অন্ধকার
ভাঙা মনে বিচ্ছেদ রোখে?চৈত্রে সব বন্ধদার।
No comments:
Post a Comment