সকালে পাখির মেলা
আশীষ কুমার বিশ্বাস
পাতার ফাঁকে ডাকছে পাখি
মনের মধ্যে আঁকছি ছবি
গাইছে পাখি নানান সুরে
আমি একটু দাঁড়িয়ে দূরে ।
উড়ছে তারা ডালে ডালে
খাইছে দোল তালে তালে
কতো রকম পাখির দেখা
সকাল বেলার আমার সখা ।
ফিঙে , শালিক , বুলবুল , টিয়ে
ওদের মধ্যে কারোর বিয়ে
গাছের ডালে হবেই ভোজ
পাখিরা তাই নিচ্ছে খোঁজ ।
আমন্ত্রণ আজ গাছে গাছে
বিয়ে শুরু পাখির নাচে
রইলো সবার এই আহ্ববান
পাখির বিয়ে এই জাগরণ ।
No comments:
Post a Comment