সেই তো চিরসত্য
মহসিন আলম মুহিন
জন্মের পরই শুনতে পেলাম আসতে সে যে পারে,
ক্ষণেক পরে-বহুদূরে, নিয়ম মেনে, যখন মনে পড়ে।।
সৃষ্টির শুরু থেকে শেষ, সেই একমাত্র সত্য বলে,
আর যত তোমার পাশে সত্য-মিথ্যা দু'রকমই চলে।।
সে করে না আপোষ কোনো, এই ভব সংসারে,
তালিকা দেখে, সময় মতো আসবে তোমার দ্বারে।।
মায়া-দয়া জানে না সে-মহান প্রভুর ভক্ত খুব,
সামনে আসলে ছায়া তাহার-সব প্রাণী নিশ্চুপ।।
রাও থাকে না মুখে যে আর-দেখে না কিছু চোখে,
মুহুর্তেই নির্বাক! ভাসে সবাই বিচ্ছেদেরই শোকে।।
সেই মিটাবে সকল চাওয়া, থাকবে না আর বাকি,
সবখানে চালাক হলেও-তাকে যায় না দেওয়া ফাঁকি।।
সেই তো আসবে বীরের বেশে-মোদের নিয়ে যাবে,
এই জগতের পাঠ' হবে শেষ-ঐ জগতে পাঠাবে।।
করবে সে স্বজন হারা, সম্পদ হারা, দরদী কেউ রবে না,
তার হাতে দিতে হবে, সোনার জীবন-বাহানা চলবে না।।
আশেকের সাথে মাশুকের দেখা-তার কারণেই হবে,
সেই চিরসত্য! মিথ্যে নহে, একবার-প্রমাণ হয়েই যাবে।।
সে আর কেউ নয়, সবার চেয়ে আপন-মৃত্যুর পরোয়ানা,
ইহজগতের ঘটবে ইতি! রব-ই তোমার আসল ঠিকানা।।
No comments:
Post a Comment