Thursday, April 3, 2025


 

রঙের আগুন 

প্রাণেশ পাল 


দিগন্তের ওই দূর সীমানায়
মন ভেসে যায় কোন মোহনায়,
ফুলের মাঝে রঙের আগুন 
হৃদয় মাঝে লাগল ফাগুন।

আকাশ জুড়ে শিমুল, পলাশ, 
বইছে মনে রঙিন বাতাস, 
ডাকছে কোকিল উদাস দুপুর, 
সুর তোলে ওই বাসন্ত নূপুর।

রঙের মাঝে রঙের খেলা
আবীর খেলায় কাটবে বেলা,
দিগন্ত জুড়ে খুশির ছোঁয়া,
বইছে প্রেমের ফাগুন হাওয়া।

বসন্তের এই পাতাঝরা
হৃদয় থাকুক প্রেমে ভরা,
ফাগুনের-ই মাতাল হাওয়া
হৃদয় মাঝে হারিয়ে যাওয়া।

No comments:

Post a Comment