বসন্তের ডাক
চন্দ্রানী চৌধুরী
ফাল্গুনের এক শেষ বিকেলে
কোমল এক পশলা বৃষ্টি
ধূলি ধূসরিত গাছের পাতাগুলোকে
স্নান করিয়ে দিয়ে গেলো
অসময়ের ঝোড়ো বৃষ্টিতে
কাক ও স্নান সেরে নিল আনন্দে
ঝরে যাওয়া কৃষ্ণচূড়ার মাদুর ঐ রাস্তায়
বসন্তের বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধে
মন আনচান করে উঠল
সূর্যের আধো আলোর রশ্মি ছুঁয়ে থাকতে ইচ্ছে করে
গাছতলা দিয়ে একাকী পায়চারী করি
কাঠগোলাপ ম ম গন্ধে আমাকে অবশ করে দেয়
বুকের গহীনে টুপটাপ আওয়াজ
কে যেন মিহি সুরে ডাক দিয়ে যায়
চকিত চাহনি খুঁজে খুঁজে হয়রান...
No comments:
Post a Comment