Thursday, April 3, 2025


 

জ্বর

সুনন্দ মন্ডল


শৈবালের গায়ে জ্বর এসেছে

জলের কোলে বোঁটা।

শরীর জুড়ে কাঁপন দেখ 

বৃন্তে শীতলতা।


কাকেরও দেখি জ্বর হয়েছে

ঘুম ভাঙে নি আজ।

সকাল ছুঁয়ে প্রচন্ড রোদ 

দেখায় নিজের সাজ।

No comments:

Post a Comment