Sunday, August 3, 2025


 


চলমানতার স্তব

প্রতিভা পাল 


বৃষ্টির অজুহাতে ভিজতে চাওয়া দু'চোখ 

বর্ষা হতে চায় নামহীন অভিমানে।

গ্রীষ্ম-বিকেলের নৈঃশব্দ চিরে

শ্রাবণের সবুজ ভেজা ভিড়।

দূর দূর থেকে ভেসে আসে সন্ধ্যার শিহরণ। 

ঝাপসা দৃষ্টি ; 

কখন যেন রাত নামে অচিরেই ! 

মেঘের আড়ালে তারারা আজ চাঁদ খোঁজে। 

অদ্ভুত এই অদৃশ্য সমাপতন !

মাঝেমাঝে ভাবি স্তব্ধতার সংজ্ঞা লিখি,

জীবন অথচ লিখিয়ে নেয় নির্দ্বিধায় 

চলমানতার স্তব.....

No comments:

Post a Comment