Sunday, August 3, 2025


 

অপেক্ষা

প্রাণেশ পাল 


ভালবাসার অনুভূতিগুলো দূর দিগন্তে
পাহাড়ের বাঁকে হারিয়ে যায়,
ছুটে যাই পাহাড়ের বাঁকে,পাহাড় বলে--অপেক্ষা !

ডুয়ার্সের শাল,সেগুনের ঝরাপাতায় 
ভালবাসার স্মৃতিগুলো ঝরে পড়ে
ঝরাপাতায় খুঁজে ফিরি তোমার ভালবাসা,
ঝরাপাতা বলে--অপেক্ষা !

পাহাড়ী ঝর্ণার উচ্ছল জলরাশি 
ভালবাসার তীব্র স্রোত,পাথর ক্ষয়ে যায়,
কিশোরীর স্রোতে ভালবাসা খুঁজি
ঝর্ণা বলে যায়--অপেক্ষা !

শ্রাবণের অবিরাম ধারাপাত 
ভালবাসায় প্রকৃতি ভিজে যায়,
বারিধারায় খুঁজে ফিরি ভালবাসা
শ্রাবণ বলে যায়--অপেক্ষা !

বর্ষার ভালবাসায় নদী কুল ছাপিয়ে যায়,
অভিসারী বিকেলে ছুটে যাই নদী তীরে,
নদী বলে যায়--অপেক্ষা !

সমুদ্রের ঢেউয়ে তরঙ্গায়িত ভালবাসা,
আছড়ে পড়ে সৈকতে,ছুটে যাই 
বালিতে লেখা থাকে--অপেক্ষা !

No comments:

Post a Comment