Sunday, August 3, 2025


 





এটুকু থাক...

মৌসুমী চৌধুরী 


জোলো হাওয়ায় বিষন্ন শব্দেরা 
পাক খেতে খেতে নেমে আসে একমনে।
সারাদিন বৃষ্টির ঝিপ ঝিপ সিম্ফনিতে
যখের ধন 'এই মন খারাপটুকু'
 গলে গলে চলে যেতে চায়! 
থাক না, থাক না এ টুকুই,
 থাক না এই অপেক্ষা, 
হাতের তালুর উল্টোদিকের পাতায়
 বিন্দু বিন্দু জল মুছে ফেলা,
 এই কান্না ভেজা রক্ত রুমাল থাক না
 থাক না জেগে দ্রোহকাল...
থাক না এই আশার দোলায় দোলা! 

কদম ফুলও কি রাত জেগে রক্তাক্ত শোনে
ডাকাতিয়া বাঁশির তুমুল আলাপ?

No comments:

Post a Comment