রক্তাক্ত যখন অক্ষর
গৌতমেন্দু নন্দী
আত্ম কথন, আত্ম মগন, আত্ম অনুভবে
রক্তাক্ত যাপন এখন দিশাহীনের ঘোরে।
বিষবৃক্ষের রক্তবীজে চির নীরব রবে
রক্তস্নাত অক্ষর তখন আত্মঘাতে মরে।
কালিকলম চিহ্ন তবু রাখি মগজ কোষে
আলো আঁধার অভিঘাতে মুক্ত আকাশ মাঝে
দানবীয় নখ দাঁত দের উত্থান আক্রোশে
রূদ্ধ কলম রক্ত স্রোতে তবুও শব্দ খোঁজে।
জ্বলুক আগুন কলম মুখে হোক না দাবানল
জ্বলে পুড়ে খাক হয়ে যাক অকথ্য সব ভাষণ
মুছে যাক মিথ্যের যত অক্ষর--শব্দ ছল
ধ্বংস হোক হিংসা -ত্রাস অক্ষর আগ্রাসন।
No comments:
Post a Comment