বৃষ্টিকালীন
উৎপলেন্দু পাল
বৃষ্টি নামার আগে
এক জোড়া সাদা পায়রা
উঠোনের কোণে বকবকম্ প্রেম নিবেদনে
বৃষ্টি নামার পর
একটা হাভাতে দাঁড়কাক
ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যায় হাতের মোয়া
বৃষ্টি থামার আগে
কতগুলো ছাতারে পাখি
কলতলায় খুঁটে খুঁটে খায় মরিয়া হয়ে
বৃষ্টি থামার পর
একটা শিকারী সোনালী চিল
উঠোনের ওপর পাক খেয়ে খেয়ে ওড়ে।
No comments:
Post a Comment