Sunday, August 3, 2025


 

স্থিরচিত্র 

মিষ্টু সরকার


খোদাই করা চিত্র মাঝে চুপকথা এক কান্না 
রঙিন শোক সে গড়ায় যতো তুলি বলে আর-না ।

জিঘাংসা রূপ আঁচড় কামড় আর ছিল যা গোপন 
ছিন্নভিন্ন রঙিন ইজেল খুঁজছে আপন আঁচল ।

এই তো ! সেদিন গেঁথেছিলে ভালোবাসার দোঁহা 
বিশ্বাসী সব মিলন প্রহর  ক্ষণের 
অনুমেহা ।

হিলহিলিয়ে শীতলতায়  উঠছি  কেঁপে কেঁপে ।
মাপের হিসাব নিক্তিতে নেয় আষ্টেপৃষ্ঠে চেপে ।

শিল্প হলো লক্ষ্মী এলো  সমাজ পেলো বার্তা 
বুলবুলি যে ধান খেয়েছে  হয়েছে 
বেপাত্তা ।

শ্রী হারিয়ে নগ্ন সমাজ। হারাচ্ছে 
সম্বিৎ ।
নির্লিপ্তি আঁকড়ে ধরে  কীর্তিমানের 
কিরীট ।

No comments:

Post a Comment