Sunday, August 3, 2025


 

জ্বালানি 
মোঃ আব্দুল রহমান

বর্ণরা পোড়ায় শব্দকে
শব্দরা পোড়ায় বাক্যকে
ছাইয়ের স্তূপে নির্মিত কবিতারা
পোড়াতে থাকে সভ্যতা
এবং জনপদ
যুগে যুগে মাটি চাপা পড়ে
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে উত্থিত
কখনো জ্বালামুখে
কখনো আবার মৃত রূপে
জীবাশ্ম দেখি পাথরে
এভাবেই কবিতারা জ্বালানি হয়ে
আমায় বাঁচতে শেখালো!

No comments:

Post a Comment