নিঠুর শ্রাবণ
অপর্ণা সাহা
নিঠুর শ্রাবণ বৃষ্টি হীন উষ্ণতার পারদ মাপে!
দগ্ধ দেহ-মন ক্লান্ত ভীষণ বৃষ্টি ধারা খোঁজে।
তপ্ত শ্রাবণ-দুপুরও গ্রীষ্মের দীর্ঘ পরশে তাপিত!
ঘর্মাক্ত কৃষক তাপক করালে ভীত-সন্ত্রস্ত।
তাপিত হৃদয়
তাপিত শহর
তাপিত উত্তর বাংলা---
মেঘহীন নিঃসঙ্গতায় হেঁটে চলা শহর
ছুঁতে চায় বৃষ্টির হাত---
শত যোজন দূরে আকাশে তখন
সবুজ হীন উন্নয়নের অজুহাত।
No comments:
Post a Comment