বিচার কাঁদে অন্তরালে
রীনা মজুমদার
কপালে সিঁদুর, পরনে ঢাকাই শাড়ি
স্বপ্ন ছিল মানুষের সেবা..
বিচার চাই, বিচার চাই, বিচার চাই
রাজপথে, মাঠে ঘাটে, দেশে বিদেশে!
চাইলেই হবে? কে দেবে বিচার ?
তিলোত্তমাদের বিচার হতে দেবে না
জানত ক্ষমতার লড়াই
তিলোত্তমা তুমি ইতিহাস গড়বে
অসম-স্রোতের ধারায়
পুনর্জন্মে কৈশোরে পড়বে
এই সময়ের শাসন ব্যবস্থা
ইতিহাস বইয়ের পাতায়!
দু-একটি তিলোত্তমার জন্য
ক্ষমতা ভেঙে পড়তে পারে না,
চাকরির চেয়ে ভিক্ষা ঢের ভালো
জানে ক্ষমতা সে কৌশল
বিচার চাওয়ার স্বার্থহীন মানুষের
সংখ্যা কম তিলোত্তমা
তবু এক পা আগাই, দু পা পিছিয়ে যাই
ভয়, ভয়, রাতে বাড়ি ফেরার ভয়
সর্বশান্ত হওয়ার ভয়, পরিবারের ভয়!
বিচার কাঁদে অন্তরালে
আজও রাজপথ ভেজা আছে রক্তে...
No comments:
Post a Comment