বিপরীত স্মৃতির কাছে ফিরবে নাকি?
তন্ময় ধর
আলোর জন্য আমার স্মৃতিভ্রম আটকে আছে অনন্ত আকাশে
ধরো, এই নদীটিই কথা বলল না আর
সময়ের সংকেত থেকে তরল চোখ তুলল একটি মাছের কৌতূহল
আর অনভ্যাসের অতিশর্ত থেকে ভেঙে গেল পাখিদের কোলাহল
বিষাক্ত লালায় ভরে ওঠা মুখে কোন জন্তুর পালিয়ে যাওয়ার শব্দ হল না
অসংখ্য সাপের শীতল দৃষ্টি ছড়িয়ে পড়ল না বহির্বিশ্বের দেহকোষে
ধরো, এই নদীটিই ক্রোধকান্না রাখল না আর
বিপরীত বৃশ্চিকনক্ষত্রের আলো রীতিবহির্ভূত হয়ে উঠল তোমার উপশিরায়
জন্মান্ধ ঘুম হয়ে উঠল
ক্ষীণকটির এই দেবত্বসংক্ষেপ
এখনো বলো,
ডুবন্ত এই দৃষ্টির ক্ষতস্থানে কখনো ফিরে আসবে কিনা...
No comments:
Post a Comment