শক্তিরূপেণ
পূর্বা দাস
ও মেয়ে তুই দুপুর রোদে মেঘ জমতে দিস না,
ডানপিটে তোর পাখনাগুলোয় জঙ ধরতে দিস না।
গল্পেরা যদি খরস্রোতা হয় হোক না তবে তোর
নীল কুয়াশায় নীলিয়ে দিস ধূসর হতে দিস না।
ভাঙছে শরীর পুড়ছে হৃদয় চুপিসারে তোর পাহাড় গড়,
দিনের শেষে নিজের কাছে লড়াইটা তুই একাই লড়।
ও মেয়ে তুই মিথ্যে বসে আগলে রাখিস তাসের ঘর,
বিশ্বজোড়া আঁচল যে তোর দুগ্গা মা তুই ত্রিশূল ধর।
তবু যদি বসন্তে তোর অবাধ্য প্রেম আসে,
বেগমবাহার শাড়িতে যেন আকাশের ছায়া ভাসে।
ও মেয়ে তুই প্রেমের আধার চিরহরিৎ অরণ্য,
হোস না কৃপণ উজাড় করিস অমৃত তোর অনন্য।
সাজিয়ে গুছিয়ে মানিয়ে সব ফের যদি হয় ভোকাট্টা,
ও মেয়ে তুই আলাদীন হ, গোপনে জ্বলুক প্রদীপটা।
ঝমঝমিয়ে প্লাবন এলে ফিনিক্স হয়ে উড়বি,
ও মেয়ে তোর জীবনজোড়া রক্তপাতের দিব্যি।
নরপিশাচের বুক চিরে দে, মুর্ছা যাক এ সভ্যতা,
ও মেয়ে তুই দধীচি হ, শক্তিরূপেণ সংস্থিতা।
অঙ্কণে - দ্যুতিপ্রিয়া সাহা ( ষষ্ঠ শ্রেণী)
ছবি সৌজন্য- দ্যা ইকোনোমিক টাইমস
No comments:
Post a Comment