Sunday, August 3, 2025


 

মুনা 

অনলাইন শ্রাবণ  সংখ্যা ১৪৩২


 সম্পাদকের কথা

একটাই কথা শুধু। স্বাধীনতা আসুক। মুক্তি আসুক। 


ছবি সৌজন্য- দ্যা ইকোনোমিক টাইমস 


মুনা 

অনলাইন শ্রাবণ  সংখ্যা ১৪৩২



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা  

প্রচ্ছদ ছবি- বাবুল মল্লিক 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 


    এই সংখ্যায় আছেন যাঁরা

বেলা দে, গৌতমেন্দু নন্দী, কবিতা বণিক, চিত্রা পাল, শুভেন্দু নন্দী,

পূর্বা দাস, দ্যুতিপ্রিয়া সাহা, জয়তী ব্যানার্জী, মৌসুমী চৌধুরী, 

বটু কৃষ্ণ হালদার, ঋতুপর্ণা ভট্টাচার্য, রুদ্র, অভিজিৎ সেন, 

নিবেদিতা দে, রীনা মজুমদার, রাণা চট্টোপাধ্যায়, সঞ্জয় সাহা,

অনিতা নাগ, লীনা রায়, অর্পিতা মুখার্জী চক্রবর্তী, 

শিশির আজম, তন্ময় ধর, অপর্ণা সাহা, অমিতাভ চক্রবর্ত্তী, 

মিষ্টু সরকার, প্রতিভা পাল, অর্পিতা মুখার্জী, উৎপলেন্দু পাল,

পার্থ বন্দ্যোপাধ্যায়, মোহিত ব্যাপারী, প্রাণেশ পাল, মোঃ আব্দুল রহমান,

রেজাউল করিম রোমেল, মাথুর দাস, মজনু মিয়া, প্রিয়াঙ্কা চক্রবর্তী, 

জোয়া আখতার 

No comments:

Post a Comment