এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে
নিবেদিতা দে
আর কান্না নয়, চোখ মুছে উঠে দাঁড়াও,
এবার তোমার ঘুরে দাঁড়াবার সময় এসেছে।
জোর গলায় না বলতে শেখো!
ওরা মুখের ওপর যদি না বলে দিতে পারে অনায়াসে,
তবে তুমি কেন পারছো না,
মুখের ওপর না বলে দিতে।
একবার না বলে দেখো,
তুমি নিজের মনেই নিজেই খুশি হবে কতো।
এতোদিন যা করো নি সকলের কথা ভেবে।
তোমার নরম মন নিয়ে ছিনিমিনি খেলেছে।
আজ তাই নিজের জন্য ভাবো,নিজেকে ভালোবেসে।
চেয়ে দেখো তোমার বুকে নতুন সূর্যোদয় হয়েছে।
এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
ওরা যত খুশি মিথ্যে অপবাদ দিক,
সে তো জেনে বুঝেই উপহার দিয়েছে।
শব্দ দিয়ে কখনো বোঝাতে যেওনা কাউকে!
অবহেলিত হয়েছো?
প্রাণপণে যে কাজটি করেছো নিজে হাতে,
সেই কাজ অন্য কেউ করে বাহবা নিয়েছে!
তবে নিতে দাও তাকে।
শব্দহীন হও! চুপ হয়ে যাও একেবারে।
এবার সময় এসেছে মুখের ওপর না বলে দেবার।
তুমি বুঝিয়ে দাও,,,না মানে না ই হয়।
ভালোবাসার মিথ্যে অভিনয় করে চলে গেছে।
আরও করতে দাও তাকে।
মিথ্যার মায়াজালে নিজেই সে নিজেকে জড়াবে।
বিবেকের কাছে সে নিশ্চিত পরাজিত হবে।
এবার তোমার সময় এসেছে না বলবার,
ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
No comments:
Post a Comment