সাগর নদী জল
মজনু মিয়া
নদী সাগর জলের এ দেশ
রূপ সুন্দর্য্যের নেই তো শেষ
সে হলো সোনার বাংলাদেশ।
জলে আছে মাছে ভরা
চলে নৌকা সাম্পান,
মন মাঝি তুই চলরে এবার
চল গেয়ে মনের গান।
স্বপ্ন গড়ার সাগর পথে
অর্থ আসে আয়ের খাতে
চলে যে তা দিনে রাতে।
সুন্দর জলে সুন্দর স্থূলে
মানুষের বসতী কূলে।
দুঃখ সুখের জীবনের বাস
জলে ধুয়ে দেয় দীর্ঘঃশ্বাস!
No comments:
Post a Comment