আবর্ত
অর্পিতা মুখার্জী
সংলাপের বিভূতি দ্বারা সম্পন্ন যজ্ঞে
বৃথা চেষ্টা যুগসন্ধির।
নিষ্পলক দৃষ্টি দেখতে পায় যেন
সহস্রাধিক পরিযায়ী প্রাণের
লক্ষ-কোটি যাপনচিত্র।
স্বপ্নতৃষায় হেরে যাওয়া ফিনিক্স পাখিরাও
জন্মায় নবরূপে বারংবার।
পুনরায় মেলে দৃষ্টিশক্তি
বুনতে থাকে স্বপ্ন।
তৈরি হতে থাকে আরও একটা
নতুন লক্ষ্য জয়ের প্রস্তুতিচিত্র।
শেষ থেকে আবারও একটা
নতুন শুরুর জন্য, চলতে থাকে
মৃত্যুর সাথে জীবনের লড়াই।
No comments:
Post a Comment