এই শ্রাবণে
পার্থ বন্দ্যোপাধ্যায়
একটা গানের কলি যেন ভাসিয়ে দিল এই শ্রাবণে
বৃষ্টিঝরা শ্রাবণ প্রাতেও হাসেন রবি দূর গগনে।
সকল মনের কান্না হাসি পদ্য ছড়া গল্প গাথা
সহজ পাঠের মধুর স্মৃতি গীতবিতান আর সঞ্চয়িতা।
বর্ষা এলেই অঝোর ধারায় শ্রাবণ কাঁদে অন্তরেতে
ফুলগুলো সব নুইয়ে পড়ে বর্ষাস্নাত ভোরবেলাতে।
ভিজছে আকাশ ভিজিয়ে বাতাস প্রান্ত জুড়ে অঝোর ধারা
পাখপাখালি উল্লাসেতে মত্ত যেন পাগলপারা
উড়িয়ে আঁচল মেঘের ধ্বজা রাত জাগা চোখ চায় যে ছুটি
বাঁশের বনে কালচে সবুজ খাচ্ছে যেন লুটোপুটি
সাজিয়ে নিয়ে বরণডালা মেছেনিগান গাইছে তালে
ভাঙলো মেলা তিস্তাবুড়ীর আড়চোখে চায় বটের ডালে
চাষার মনে আশার আলো মিলিয়ে গিয়ে হয় যে ফিঁকে
শ্রাবণ ধারা ভিজিয়ে ধরা যায় ছুটে যায় দিকবিদিকে
এই শ্রাবণেই ভাঙলো যে ঘুম গান শোনালো ভোরের পাখি
মাঝ গগনে চোখ মেলে চাই
দেখতে যে পাই তোমার আঁখি।
No comments:
Post a Comment