কোন প্রশ্ন নয়
অর্ণব গড়াই
আজ কোন প্রশ্ন করোনা, শুধু আমার আদর নাও
যদি মেঘেরা তোমায় তার মেঘবালিকা বানায়
তুমি কোন প্রশ্ন করোনা।
আজ শুধুই আমাকে আপন করো, ভুলে যেও সব ঘৃনা
যদি বৃষ্টির জল ধুয়ে দেয় তোমার সব অভিমান,
তুমি শুধু কোন প্রশ্ন করোনা, কেবলই উষ্ণতা দূর করো।
আমরা তো বেশ ছিলাম, দুজন দুজনাতেই মুগ্ধ
তবে কেন বিশ্বাসের প্রাচীর ভেদ হলো অবিশ্বাসের হানায়
যদি লিপ্ত হয় কোন কালিমায়, তবুও তুমি কোন প্রশ্ন করোনা।
অবজ্ঞারা আজ উপেক্ষিত হোক, সব মলিনতা যাক ধুয়ে
ফেলে আসা সময় হয়ত আসবে না আর,
তবু আগামীর স্বার্থে তুমি আজ কোন প্রশ্ন করোনা ।।
ধন্যবাদান্তে
অর্ণব গরাই
No comments:
Post a Comment