আজগুবি আলো
উজান উপাধ্যায়
ঘর গুলো চামচ চামচ মিলনান্তক অস্পষ্ট অসুখ জলে গুলে ধারাবাহিকে মশগুল।
আসন্ন প্রসবা শালিক চড়াই চুম্বনের দাগ
মুছে নেয় গহ্বরের আলতো প্রশ্রয়ে---
এখানে আসন পেতে ধ্যানে ব'সে অসহায় গনিতের ছক।
কাটাকুটি খেলা গিঁটে গিঁটে সংকেত ছড়ায় ।অবিন্যস্ত সম্প্রদান কৌশলে জেনে রাখে স্থানীয় বলয় ।মানুষ হনন আজ লাল শালু মুড়ে রাখা বাসি
পবিত্রতা।
আজগুবি আলো দিয়ে মিথ্যে
উজ্জ্বলতা কৃপণ ছায়ায় দৃশ্যপটে তাজা অন্তরালে।
ভিতরের ঘূর্ণিঝড় সাজানো ছবির আবছায়াবিম্বে রাখে সফল ভড়ং ।
দেহবৃন্তে ঝুলে থাকে ঋজুতার অকাল প্রয়াণ।
No comments:
Post a Comment