মুজনাই সাপ্তাহিক
বিশেষ সংখ্যা
স্বাধীনতা ও গান্ধীজী
পার্থ বন্দ্যোপাধ্যায়
"The withdrawal of British rule from India was a Supreme act to the realization of which I must devote my whole energy . " ১৯৪২ সালের ৩১ শে মে "হরিজন " পত্রিকার সম্পাদকীয়তে যার এই প্রত্যয়ের কথা ঘোষিত হয়েছিল, তার সম্পর্কে আইনষ্টাইন বলেছিলেন, " Generation to come will scare believe that such a one as this ever in flesh and blood walked upon this earth." আমাদের পরবর্তী প্রজন্ম বিশ্বাস করতে চাইবে না, যে রক্তমাংসের এমন একজন মহাপ্রাণ এই পৃথিবীতে একদা হেঁটে চলে বেড়িয়েছেন।
মোহনদাস করমচাঁদ গান্ধী একজন অতি সাধারণ মানুষ থেকে অসাধারণ এবং সর্বপরি মহাত্মা হয়ে উঠেছিলেন, তার ভিত্তিভূমি ছিল সত্য, অহিংস এবং তাঁর জীবন দর্শন। কবি বলেছেন ঃ
"সত্য যে কঠিন
কঠিন রে ভালোবাসিলাম
যে কখনও করেনা বঞ্চনা।
"My experiments with truth" গ্রন্থটি তার জীবনের এক দলিল বিশেষ। তিনি গোটা সমাজব্যবস্থাকে একসুত্রে গেঁথেছিলেন। ভারতবাসীদের দু, দুটো দূর্বলতাকে শক্তিতে পরিণত করেছিলেন। নিরন্ন ভারতবাসীদের অনশণ সত্যাগ্রহ এবং নিরস্ত্র ভারতীয়দের অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে সংগঠিত ও একতাবদ্ধ করেছিলেন। তিনি কখনোই দেশভাগের পক্ষে ছিলেন না। তিনি তার প্রাণ দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আনতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেছিলেন, "You can cut me into two, but Don't divide India. "
ববহুত্ববাদ ভারতের গনতন্ত্রের মূল ভিত্তিভূমি, সাম্প্রদায়িক রেষারেষিতে তা আজ কোনঠাসা। সারাবিশ্ব জুড়ে যে মূল্যবোধের অবক্ষয় ও অসহনশীলতার বাতাবরণ সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে, গান্ধীর জীবন দর্শন ও গান্ধীবাদ আজ খুবই প্রাসঙ্গিক। সারা বিশ্বের এই মহান নেতাকে তাঁর জন্মদিনে প্রণাম জানাই।
No comments:
Post a Comment