কবিতা
বেলুন বাড়ির বাসিন্দা
উৎপলেন্দু পাল
এখন আমরা অলৌকিক বেলুনবাড়ির বাসিন্দা
বিশালকায় এক বুদ্বুদের ভেতর আমাদের যাপন
ক্রমশ ফুরোতে থাকা অক্সিজেনের ভান্ডারে
বিষবাষ্পেই আমাদের অভ্যন্তরীণ অভিযোজন
তবে বেলুনের বাইরে উজ্জ্বল রঙের কারিকুরি
তার ওপর চিত্রিত নির্বিকল্প সুখের বিজ্ঞাপন
বহির্বিশ্বে সেই সুখকল্পের গগনস্পর্শী ঢক্কানিনাদ
আর বেলুনের অযোনিসম্ভব কারিগরের মুখচ্ছবি
ভেতরে আমাদের অদ্ভুত সমবেত জীবনসংগ্রাম
খোজা হবার রক্তপাতহীন কবিরাজি অস্ত্রোপচার
আর সেই বেলুনের কারিগরের প্রকল্পিত জয়গান
আমরা আশ্চর্য বেলুনবাড়ির বশংবদ বাসিন্দা
বিজ্ঞাপনী সুখ আর খোজাকরণের শাঁখের করাত
সহ্যসীমা অতিক্রম করে যাবার আকূল প্রয়াস
আর বিপরীত চাপে বেলুনটা ফাটার অপেক্ষা।

No comments:
Post a Comment