Wednesday, May 31, 2017












রাহুল গঙ্গোপাধ্যায়ের কবিতা


ফসফেটিক চশমাগুড়ো ঝরছে



যে কিশোরী ধর্ষিত হলো
ট্রয়ের অ্যালবাম থেকে কুমারী সমুদ্র
যে গাছটি আজ চিরে হলো স্বপ্ন
তার জন্য ভিজে স্মৃতির কালবৈশাখী
যে চাষির পেট কাটলে    খিদে ও যৌনতা
তার জন্য অজস্র ভিসুভিয়াসের রোদ
যে শ্রমিকের শরীরে ঢুকলো পেরেক বিদ্ধ লকআউট
তার জন্য রুপোলী ফড়িঙের ঠোটে সোহাগী চাঁদ
যে শিশুটি তুলে নিল বারুদের জ্যাকেট
তার জন্য রকেট গতির কমলা মহাকাশ
তাবত রবীন্দ্র কবিতা ছুলে
      পোড়া নাইটির অ্যাসিডে পোড়ে ফুসফুস
                               পোড়ে ইথারের ওমশ্বাস
কাশ্মীর থেকে বস্তার উপহারে দেয় অজস্র মানুষ
কবিতা লিখি।ভুলি।জখম।ছিড়ে ফেলার কাটাকুটি
                                  আপাতত ইচ্ছে করে           
তুলি দিয়ে মুছে ফেলি অবশিষ্ট কবিতার ধাতব মন্ড

No comments:

Post a Comment