মধ্যরাতের খন্ড কবিতা--৮
লক্ষ্মী নন্দী
কোলাহল থেমে গেছে
স্তব্ধ ক্রন্দসীতে ---
অালোকের মোহ সরিয়ে
ইচ্ছেবিলাসের
উচ্ছাস ছড়াতে ছড়াতে
ঢুকে পড়েছে অামার মায়া কক্ষে
নিরুদ্বেগ মধ্যরাত।
কি দেব, তোমার হাতে তুলে?
স্তোত্র না অাত্মঘাতী দ্রোহ!
অাহুত রাতের চোখে রেখেছি প্রশ্ন চোখ।
অামার তন্দ্রা প্রকল্পগুলি
ভেঙ্গে চুরে চুরমার।
সুপ্ত বাসনা বুকে জেগে অাছি
গভীর গোপন ঘিরে-
হচ্ছি একাকার ---------/
No comments:
Post a Comment