Monday, November 20, 2017

.
 অনিমেষ
ভালো আছি.....















ভালো আছি ভালো থাকার চেষ্টায়,
কখনো ভাবিনি কি আছে সমান্তরাল,
চৌকাকারের নীল সমুদ্র পাছে হারায়,
তাই বীরত্বে করেছি বরন মরু সাহারায়৷
আগুনের খন্ডনে একটুকরো ছোট্ট জমি,
বেঁচে থাকার চেষ্টায় জোরালো ভূমি,
 উষ্ণ প্রস্রবণ ধিক্ ধিক্ জ্বলে ,
খোঁজার চেষ্টা জন্মভূমি  বালুচরে ৷৷
ভালো আছি ভালো থাকার চেষ্টায় ,
কবিতা কত শত অপেক্ষায়,
নিরপেক্ষ অন্তর চাহনি,
বাঁচার চেষ্টায়  অপহরণ করতে হয় যদি৷৷
পলাতক গরবন্দীপুরের জবানি,
পালানোর আশায় একশ আসামী,
হঠাৎই হাতে পরল একখান দড়ি,
বেঁচে থাকার চেষ্টায় খুনী হয়েছি আমি৷
লড়াইটা যখন সময়ের সাথে,
পলাশীর প্রান্তরে হাজার হাজার সৈন্য,
আমি যাযাবর ছারখার করে দেব,
বেঁচে থাকার মনোমালিন্য ৷৷
কোথাও আছো কেউ দেখছো কি আমায়,
গুটি গুটি পায় কারা পালায় ,
জলপুঞ্জ রাশি রাশি ,
মরুভুমির দরিয়ায় আমি বাঁচি৷
ভালো আছি  ভালো থাকার চেষ্টায়,
শেষ করেছি সব আজ কিছুক্ষনের প্রচেষ্টায়,
আগমনের সুরে আসব আমার আমি,
যতদিন পারব পলাতক রইব ,
ভালো আছি ভালো থাকার চেষ্টায়৷৷

No comments:

Post a Comment